ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলারোয়া সীমান্তে এলএসডিসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
কলারোয়া সীমান্তে এলএসডিসহ আটক এক

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ভয়ংকর মাদক এলএসডিসহ (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড)
মো. ইছাহাক (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. ইছাহাক ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ২ আরবি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে সীমান্ত বাংলাদেশে পাচারকালে চার বোতল (প্রতি বোতল ৫০ এমএল) ভারতীয় এলএসডিসহ মো. ইছাহাককে (৪২) আটক করা হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।