ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুকুরে গোসল করতে নেমে আর ঘরে ফেরা হলো না ফয়সালের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
পুকুরে গোসল করতে নেমে আর ঘরে ফেরা হলো না ফয়সালের

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. ফয়সাল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।  

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে ফয়সাল বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও ফয়সাল বাড়িতে ফেরত না আসায় পরিবারের লোকজন তাকে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল ৪টার দিকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ফয়সাল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা যায়।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার লাল মিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।