ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

স্টিয়ারিং লক হয়ে উল্টে গেল নসিমন, প্রাণ হারালেন গরু ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
স্টিয়ারিং লক হয়ে উল্টে গেল নসিমন, প্রাণ হারালেন গরু ব্যবসায়ী ছবি: প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় স্টিয়ারিং লক হয়ে নসিমন উল্টে ওলিয়ার রহমান (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বোদা পৌরসভার সিপাইপাড়া এলাকায় বোদা-দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিকেলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ নসিমনে থাকা ৪/৫ জন গরু ব্যবসায়ী।

নিহত গরু ব্যবসায়ী ওলিয়ার রহমান উপজেলার পাঁচপীর ইউনিয়নের বগুড়াপাড়া এলাকার কসিম উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওলিয়ার রহমানসহ কয়েকজন ব্যবসায়ী নসিমনে গরু নিয়ে বোদা উপজেলার নগরকুমারী গরুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা বোদা পৌরসভার সিপাইপাড়া এলাকায় এলে নসিমনের স্টিয়ারিং লক হয়ে গরুসহ উল্টে যায়। এ সময় নসিমনের চালকসহ ৪/৫ জন গরু ব্যবসায়ী আহত হলেও মহাসড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান গরু ব্যবসায়ী ওলিয়ার। তার মাথা থেকে রক্ত ক্ষরণ হতে থাকে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।  

বোদা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসআইএম রাজিউল করীম রাজু বাংলানিউজকে বলেন, ওই গরু ব্যবসায়ী গুরুতর আঘাত পাওয়ায় তার মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।