ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রাকচাপায় মামা-ভাগনে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ৩, ২০২৩
পার্বতীপুরে ট্রাকচাপায় মামা-ভাগনে নিহত প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চাঁন্দাপাড়া এলাকায় ট্রাকচাপায় মামা-ভাগনে নিহত হয়েছেন।

বুধবার (৩ মে) সকাল ৭টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- পার্বতীপুর পৌর শহরের ধুপীপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৭) ও একই এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫)।  

জানা গেছে, সকালে কালাম (মামা) ও আশরাফুল (ভাগনে) ভ্যানে করে স্থানীয় হাবড়া বাজারের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি কালামের হলেও এ সময় চালাচ্ছিলেন ভাগনে। পথে চান্দাপাড়া এলাকায় এলে বিপরীত দিক আসা নীলফামারীর ডোমারগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামা-ভাগনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীনেশ চন্দ্র বর্মণ বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রস্তুত করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।