ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানের আলীকদমে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, মে ৪, ২০২৩
বান্দরবানের আলীকদমে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- রেপারপাড়ি বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের তিন বছর বয়সী ছেলে রিফাতুল ইসলাম ও মনির আহমদের আড়াই বছর বয়সী ছেলে ফজলুল করিম ফাইজাম।

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে রিফাতুল ও ফাইজাম বাড়ির পাশে একসঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে বিদ্যুতায়িত মোটর সংযোগের সঙ্গে স্পৃষ্ট হয়ে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছলিমা খানম রুপা জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, এ বিষয়ে আলীকদম থানায় জানানো হয়েছে। সেখান থেকে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।