ঢাকা: চলন্ত মেট্রোরেলে দুর্বৃত্তদের ছোড়া ঢিলে ক্ষতিগ্রস্ত জানালার কাঁচটি মেরামত করছেন জাপানি প্রকৌশলীরা। গত রোববার সকালে মেট্রোরেলে ঢিল ছুঁড়ে জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজার মাহফুজুর রহমান।
তিনি জানান, রাজধানীর কাজীপাড়া স্টেশনের পাশের কোনো ভবন থেকে মেট্রোরেল লক্ষ্য করে পাথর বা এ জাতীয় কোনো বস্তু নিক্ষেপ করেছিল দুর্বৃত্তরা। মেট্রোরেলের জানালায় বিশেষ ধরনের কাঁচ ব্যবহার করা হয়েছে। ঢিল লেগে কাঁচে চিড় ধরলেও এটি ভেঙে পড়েনি। এ কারণে কোনো যাত্রী হতাহত হননি। জাপানি প্রকৌশলীরা জানালাটি মেরামতের চেষ্টা করছেন।
গত রোববার (৩০ এপ্রিল) ঘটনাটির পর সোমবার (১ মে) রাতে একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ৪, ২০২৩
এনবি/এমজে