ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মে ৬, ২০২৩
জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে আহত মফিজুর রহমান শেখ (৪৫) নামে এক ব্যক্তি চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছেন।

শুক্রবার (০৫ মে) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল ক‌লে‌জে তি‌নি মারা যান।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করের।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ শতাংশ জমি নিয়ে ওই গ্রামে দীর্ঘদিন ধরে আবু তালেব শেখের ছেলেদের সঙ্গে প্রতিবেশি সিরাজ শেখের বিরোধ চলছিল। বিরোধ নিরসনে ২৬ এপ্রিল জমি পরিমাপের দিন নির্ধারণ করা হয়। কিন্তু সিরাজ ও তার পরিবারের সদস্যরা জমি মাপতে রাজি না হওয়ায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিরাজ ও তার ছেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মফিজুর শেখ ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে ম‌ফিজুর রহমান শেখ সহ ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ওই পরিবারের ৩ জন আহত হয়। তাদেরকে ওইদিনই কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভর্তি করা হয়। সেখা‌নে মফিজুর রহমান শেখের অবস্থার অবনতি হলে ২৯ এপ্রিল তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।