ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে প্রতিরোধে নোয়াখালীতে শপথ নিলো দুই শতাধিক স্কুলছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মে ৯, ২০২৩
বাল্যবিয়ে প্রতিরোধে নোয়াখালীতে শপথ নিলো দুই শতাধিক স্কুলছাত্রী

নোয়াখালী:‌ ‘আর নয় বাল‍্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, ছেলে একুশ মেয়ে আঠারো, এর আগে বিয়ে নয় কারো’ স্লোগানে নোয়াখালীতে বাল‍্যবিয়ে প্রতিরোধে শপথ নিয়েছে দুই শতাধিক স্কুলছাত্রী।

মঙ্গলবার (৯ মে) দুপুরে জেলা শহর মাইজদীর পৌর কল‍্যাণ উচ্চ বিদ‍্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার আয়োজনে বাল‍্যবিয়ে প্রতিরোধ বিষয়ক স্কুল ক‍্যাম্পেইন স্কুলছাত্রীরা এ শপথ নেয়।

 

ক‍্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ছাত্রীদের বাল‍্যবিয়ে প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষায় শপথ বাক্য পাঠ করান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার।

পৌর কল‍্যাণ উচ্চ বিদ‍্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং ইপসার জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক কামরুন নাহার, সাংবাদিক ফয়জুল ইসলাম জাহান, বাঙালী লোক শিল্প সংস্থা, নোয়াখালীর সভাপতি ইন্দ্রজিত নন্দী।

বাল‍্যবিয়ে প্রতিরোধ বাংলাদেশ সরকারের লক্ষ‍্যমাত্রা অর্জন ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন‍্য সবাইকে এ বিষয়ে সচেতনতা বাড়াতে কার্যকর উদ‍্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেন বক্তারা।  

গ্লোবাল অ্যাফেয়ার্স অব কানাডা ও প্ল‍্যান ইন্টারন‍্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত সিওয়াইসিডিপির আওতাধীন কম্বেটিটং অরলি ম‍্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প আওতায় এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।