ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

মোংলা বন্দর চ্যানেলে ড্রেজার ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মে ১০, ২০২৩
মোংলা বন্দর চ্যানেলে ড্রেজার ডুবি

বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে বড় জাহাজ ভেড়াতে নাব্যতা ফেরাতে চ্যানেলে খননের সময় ‘ইমাম বোখারি’ নামের একটি ড্রেজার ডুবে গেছে।  

মাটি কাটার যন্ত্রটি মাটির নিচে ঢুকে পড়লে ড্রেজারটি ডুবে যায়।

এ ঘটনায় চিফ হাইড্রোগ্রাফার লেফটেন্যান্ট কমান্ডার ওবায়াদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।

কমিটি অন্য সদস্যরা রয়েছেন- মেরিন ও যান্ত্রিক বিভাগের প্রকৌশলী অনুপ চক্রবর্তী ও হারবার বিভাগের পাইলট শফিউল আজম।

সহকারী হারবার মাস্টার (অপারেশন) আমিনুর রহমান বলেন, বন্দরের নিজস্ব ক্রেন দিয়ে এটি উদ্ধারের চেষ্টা চলছে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, সোমবার (৮ মে) সকালে খনন কাজ করার সময় একটি ড্রেজার ডুবে গেছে। তবে জেটিতে অন্য জাহাজ ভিড়তে সমস্যা হচ্ছে না। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মে ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।