ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে স্বামীর ইটের আঘাতে স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ১৩, ২০২৩
ঝিনাইদহে স্বামীর ইটের আঘাতে স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভার আরাপপুর এলাকায় ইট দিয়ে আঘাত করে সীমা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে হত্যা করেছে তার নেশাগ্রস্ত স্বামী রিকশাচালক জহরুল ইসলাম।  

শনিবার (১৩ মে) সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সীমা খাতুন আরাপপুর দুঃখী মাহমুদ সড়কের বাসিন্দা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী জহরুল ইসলাম।

স্থানীয়রা জানান, দুপুরে রিকশাচালক জহুরুল ইসলাম বাড়িতে এসেই স্ত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জহুরুল ইট দিয়ে সীমার মাথায় আঘাত করেন। এতে সীমা গুরুতর আহত হন। সেসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যান জহরুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় সীমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুসলিমা জান্নাত বলেন, দুপুরে সীমাকে হাসপাতালে আনা হয়। আমরা তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। তার মাথায় গুরুতর আঘাত ছিল। যে কারণে তার মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। জহরুল ইসলামকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ১৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।