ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটির ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শনে ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মে ১৩, ২০২৩
রাঙামাটির ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শনে ডিসি

রাঙামাটি: বঙ্গোপসাগরের সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র প্রভাব পড়তে শুরু করেছে রাঙামাটিতে। যে কারণে ক্ষয়-ক্ষতি এবং প্রাণহানী এড়াতে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে।

শনিবার (১৩মে) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শহরের ঝুঁকিপূর্ণ এলাকা রূপনগর, শিমুলতলী পরিদর্শনে বের হন। এসময় তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের দ্রুত সময়ের মধ্যে সরে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে অনুরোধ জানান।

এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ১৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।