ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মে ১৬, ২০২৩
রাজবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় বাইকার নিহত

রাজবাড়ী: রাজবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় রিপন সরদার (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

সোমবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের পশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন সরদার রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মতিয়াগাছি গ্রামের জলিল সরদারের ছেলে। পেশায় তিনি একজন থাই মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার সময় রিপন সরদার রাজবাড়ীর নতুন বাজার এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ওই কাভার্ডভ্যানটি পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কের বামপাশে ছিটকে পড়েন। এতে ঘটসাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে বলেন, এ এইচ খান কোম্পানির একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে কাভার্ডভ্যান জব্দ করে চালক মমিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।