ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড অর্ধশত ঘরবাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
লালমনিরহাটে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড অর্ধশত ঘরবাড়ি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে হঠাৎ ঝড়ের কবলে প্রায় অর্ধশত ঘরবাড়ি ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে।

সোমবার (১৬ মে) সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

এর আগে রোববার (১৫ মে) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলের কুটিরপাড়, বালুরবাঁধ এলাকায় ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, রোববার রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। নদী তীরবর্তী এলাকায় ঝড়ের বেগ বেড়ে যাওয়ায় আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে কুটিরপাড়, বালুর বাঁধ, চৌরাহা, গোবর্দ্ধন প্রভুতি গ্রামের প্রায় অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অনেক গাছপালা উপড়ে পড়ায় ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত কুটিরপাড় গ্রামের গৃহবধূ মুনমুন জানান, কাজের সন্ধানে স্বামী কুমিল্লায় থাকায় বাড়িতে সন্তানদের নিয়ে একা থাকছেন তিনি। রাতে হঠাৎ ঝড়ের তাণ্ডবে তার ঘর লণ্ডভন্ড হয়ে গেছে। সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

সকালে খবর পেয়ে চরাঞ্চলের ক্ষতিগ্রন্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত তৈরি করতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত। এছাড়া ক্ষতিগ্রস্তদের পুনবাসন করার আশ্বাস দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম ও মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন। তালিকা পেলে দ্রুত তাদের পুনবাসনে সরকারি সহায়তা দেওয়া হবে। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।