ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন লিখন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন লিখন প্রতীকী ছবি

ঝিনাইদহ: বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে (বাইক) করে বেড়াতে গিয়েছিলেন লিখন হোসেন (২০) নামে এক কলেজছাত্র। কিন্তু ফেরার পথে বাসচাপায় প্রাণ হারাতে হলো তাকে।

এ ঘটনায় তার বন্ধু তাসনিম আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর এলাকায় বাসের ধাক্কায় আহত হন দুই বন্ধু। পরে সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিখনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুপুরে তিনটি মোটরসাইকেলে (বাইক) করে লিখন ও তাসনিমসহ পাঁচ বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যান। তারা সবাই ঝিনাইদহ কলেজের ছাত্র। বেড়ানোর পর ফেরার পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা রয়েল পরিবহনের একটি বাস লিখনদের বাইকে ধাক্কা দেয়। এতে লিখন ও তার বন্ধু তাসনিম গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় লিখন মারা যান।  

নিহত লিখন ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার লিটন হোসেনের ছেলে। তিনি ঝিনাইদহ কলেজের প্রথম বর্ষের ছাত্র।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।