ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মে ২৫, ২০২৩
হাজীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মো. সাগর (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

অভিনব কায়দায় ভ্যানগাড়ীর নিচে গাঁজা বেঁধে নিয়ে তিনি পাচার করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। আটক সাগর কুমিল্লা জেলার চান্দিনা থানার গঙ্গাইমোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মাদক বিক্রেতা সাগর জানান, তিনি কুমিল্লার পদুয়ার বাজার থেকে ২০ কেজি গাঁজা নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকার আরেক মাদক বিক্রেতা আরিফের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বাংলানিউজকে বলেন, অভিনব কায়দায় পাচারকালে ২০ কেজি গাঁজাসহ সাগর নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। মাদক, ইভিটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।