ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, মে ২৭, ২০২৩
প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

যশোর: যশোরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের একটি ডাটা ক্ষেতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- জগহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাকিব, একই গ্রামের সাজুল ইসলামের ছেলে বাচ্চু ও কমলাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মহাব্বত।

ভিকটিমের অভিযোগ, আটক যুবক সাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৫টার দিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিক সাকিব তাকে ফোনে ডেকে নেয়। এরপর বিভিন্ন জায়গায় ঘোরার পর সন্ধ্যায় তাকে গ্রামের একটি মাঠে নিয়ে যায়। এসময় সাকিবের আরও তিন বন্ধু এসে তাকে জোর করে পার্শ্ববর্তী ডাটা ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে চারজন মিলে তাকে ধর্ষণ করে।  

শুক্রবার (২৬ মে) সকালে স্থানীয়রা তাকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে যশোর কোতোয়ালি থানায় নিয়ে আসে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) একেএম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সাকিব, বাচ্চু ও মহাব্বত নামে ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। যৌন নিপীড়নের শিকার তরুণী থানা পুলিশের হেফাজতে আছে।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, মে ২৭, ২০২৩
ইউজি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।