ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শাহাজদপুরে বজ্রপাতে কৃষি দিনমজুর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মে ২৭, ২০২৩
শাহাজদপুরে বজ্রপাতে কৃষি দিনমজুর নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুলতান প্রামাণিক (৬০) নামে এক কৃষি দিনমজুরের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সুলতান প্রামাণিক চর আঙ্গারু গ্রামের মৃত ফয়জাল প্রামাণিকের ছেলে।  

কায়েমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু এ তথ্য নিশ্চিত করে বলেন, সুলতান প্রামাণিক অত্যন্ত দরিদ্র কৃষি দিনমজুর। শনিবার সকালে অন্যান্য দিনমজুরদের সঙ্গে তিনি এক কৃষকের জমির ধান কাটতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে বাকীরা সুস্থ আছেন।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।