ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মে ২৮, ২০২৩
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ২

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে একটি দ্রুতগামী ট্রাক যাত্রীসহ একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুস সাত্তার (৬২) ও একই উপজেলার কেতান্দি গ্রামের আব্দুল জলিল (৬৫)।

বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, কুমিল্লা থেকে মাইক্রোবাসটি মহাসড়ক হয়ে দাউদকান্দিতে যাচ্ছিল। এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুটি বাহনই উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটি মহাসড়কের পাশে গর্তে গিয়ে পড়ে। এতে দুইজন নিহত ও কয়েকজন আহত হন।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।