নড়াইল: শত্রুতার জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি ইউনিয়ন পরিষদের চৌকিদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার কুমড়ি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত চৌকিদারের নাম বকুল শেখ (৪০)। সে কুমড়ি পূর্বপাড়া গ্রামের মৃত বদিউর শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে কুমড়ি গ্রামের একটি দোকান থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন বকুল শেখ। পথে গোলাপ শেখের বাড়ির সামনে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাকিব হোসেন বাংলানিউজকে বলেন, হাসপাতালে নেওয়ার পথে আমার বাবা হত্যার সাথে জড়িত কয়েকজনের নাম বলে গেছে। প্রশাসনের কাছে এ হত্যার বিচার চাই।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ২৯, ২০২৩
আরএ