ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরীক্ষা দিতে যাওয়ার সময় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
পরীক্ষা দিতে যাওয়ার সময় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় পরীক্ষা কেন্দ্রে ব্যবহারীক পরীক্ষা দিতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার অপর সহপাঠী সামিম ইসলাম মিম (১৫)।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১টার সময় পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরী এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।  

নিহত পরীক্ষার্থী হাবিবুর রহমান ধাক্কামারা ইউনিয়নের মিরগড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার সময় অপর প্রতিবেশী সহপাঠীকে নিয়ে বাড়ি থেকে মোটরসাকেল নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হয়। এ সময় যতনপুকুরী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়।

পওর স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দুলাল উদ্দীন নিহতে বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।