ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ভারতীয় গরুসহ ৩ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুন ৩, ২০২৩
খাগড়াছড়িতে ভারতীয় গরুসহ ৩ পাচারকারী আটক

খাগড়াছড়ি: ভারতীয় জাতের ৬টি গরুসহ তিন পাচারকারীকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

শুক্রবার (২ জুন) রাত সাড়ে ১১টায় ভাইবোনছড়া এলাকা থেকে খাগড়াছড়ি গরু নিয়ে আসার পথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন- মো. রিপন (৪০), মো. ইয়াছিন (১৮) ও মো. নাছির (২৩)। তার মধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা সকলেই খাগড়াছড়ি জেলা সদরের বাসিন্দা বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে লোগাং সীমান্ত দিয়ে আনার পথে ৬টি ভারতীয় জাতের বলদ গরু জব্দ করা হয়েছে। এসময় ৩ পাচারকারীকে আটক করা হয়।

বিশেষ ক্ষমতা আইনে তাদের নামে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ৩, ২০২৩
এডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।