ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুন ৩, ২০২৩
প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত ৪

জামালপুর: জামালপুরের মেলান্দহে একটি প্রাইভেটকারের ধাক্কায় শাহীন মিয়া নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকটির আরও ৪ যাত্রী।

শনিবার (৩ জুন) বিকেলে উপজেলার মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন মিয়া বানিপাকুরিয়া গ্রামের বুচা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (৩ জুন) বিকেলে মালঞ্চ এলাকায় দুটি ইজিবাইক জামালপুরের দিকে আসছিল। এসময় একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে দুই ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই শাহীন মিয়ার মৃত্যু হয়। আহত হন ৪ জন।

আহতরা হলেন ইজিবাইক যাত্রী মরিয়ম বেগম, রেজাউল করিম, নুরুল হক ও রানা সরকার।  

গুরুতর আহত রানা সরকারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কবির হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে। প্রাইভেটের চালক পালিয়ে গেলেও তাকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।