ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুন ৪, ২০২৩
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ৩ 

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজিচালিত অটোরিকশা।  নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়ল সড়কের পাশে খাদে।

এ ঘটনায় অটোরিকশার ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

রোববার (৪ জুন) ভোরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন - জেলার আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের মুসা মিয়া (৬৪), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়া গ্রামের জিয়াউর রহমান (৩৬) ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের বাসিন্দ অটোরিকশা চালক রফিক মিয়া (৩৫)।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ঢাকাগামী মডার্ন পরিবহনের একটি বাস সুদিয়াখলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশের খাদে গিয়ে পড়ে। এতে অটোরিকশার চালকসহ দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।  

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ তিনটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।