ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

দুই দিনের রিমান্ডে রূপগঞ্জের মোশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুন ৪, ২০২৩
দুই দিনের রিমান্ডে রূপগঞ্জের মোশা ফাইল ফটো

নারায়ণগঞ্জ: সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, গুলিবর্ষণ ঘটনার হোতা শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে মোশার অস্ত্র ও বিস্ফোরণের দুই মামলায় একদিন করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৪ জুন) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় পুলিশ ৭ দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

এর আগে বুধবার (৩১ মে) রাতে কুড়িগ্রামের ভুরুংগমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোশারফ হত্যা, ধর্ষণ, হত্যাচেষ্টা, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ৪০টির বেশি মামলার আসামি ও মোশা বাহিনীর প্রধান।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।