ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কোমরে লুকিয়ে ভারতে পাচার করা হচ্ছিল ২টি সোনার বার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুন ৮, ২০২৩
কোমরে লুকিয়ে ভারতে পাচার করা হচ্ছিল ২টি সোনার বার 

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে দুটি সোনার বারসহ মো. সাগর (২৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার (৭ জুন) রাতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত (বলদঘাটা) এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. সাগর বৈকারী মাঝের পাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে।
 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, সোনা পাচার হচ্ছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকায় গোপনে অবস্থান নেয় বিজিবির একটি টিম। এসময় সন্দেহ হওয়ায় মো. সাগর নামে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে কালো স্কচটেপে মোড়ানো দুটি সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩৩ গ্রামের বেশি। যার মূল্য ১৯ লাখ ৬৮ হাজার ৮৮৩ টাকা।

এ ব্যাপারে মামলা দায়ের করে আটক সাগরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আর স্বর্ণের বার দুটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুন ৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।