মেহেরপুর: মেহেরপুরে অনুমোদনহীন একটি আবাসিক হোটেলে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ পেয়েছে পুলিশ।
রোববার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের এজাজ প্লাজা নামে হোটেলের চতুর্থ তলার ৪০২ নম্বর কক্ষে মরদেহটি পাওয়া যায়।
আব্দুর রহমান মেহেরপুর সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শোলমারী গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক।
আব্দুর রহমানের ভাগ্নে আনোয়ার হোসেন মরদেহ শনাক্ত করেন। আনোয়ার বলেন, গত শুক্রবার রাতে মামা ভাত খেতে বসেছিলেন। এ সময় কে বা কারা যেন তার ফোনে কল করে। তিনি ভাত রেখে চলে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ বিভিন্ন মারফতে জানতে পারি, হোটেল এজাজে একটি লাশ আছে। আমরা এসেই মামার মরদেহ দেখেছি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হোটেল এজাজের ৪০২ নম্বর কক্ষে অর্ধগলিত গলাকাটা একটি মরদেহ পাওয়া গেছে। কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনই বলা সম্ভব নয়। তবে হোটেল এজাজ প্লাজার মালিক ঝন্টু মিয়াকে থানায় নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, জুন ১২, ২০২৩
আরএইচ