ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোবাইল ফোন ব্যবহারের সময় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
মোবাইল ফোন ব্যবহারের সময় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দক্ষিণখান আশকোনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সবুজ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

সোমবার (১২ জুন) বেলা ২টার দিকে আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাকে হাসপাতাল নিয়ে যাওয়া আকাশ এন্টারপ্রাইজের ম্যানেজার জহিরুল ইসলাম জানান, সবুজের বাড়ি কুড়িগ্রাম কচাকাটা থানা এলাকায়। নির্মাণাধীন ১০তলা ভবনটিতে প্রায় দেড় মাস ধরে কাজ করছিলেন তিনি। দুপুরে খাবার খেয়ে ৯ম তলায় জালনায় পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। তখন সেখান থেকে নিচে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।