ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
পাথরঘাটায় ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ 

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিম সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মোহনা থেকে মাছ শিকার করে ফেরার পথে ইঞ্জিন চালিত একটি মাছধরা ট্রলার ডুবি ঘটনা ঘটেছে।  

বুধবার (১৪ জুন) ভোররাত ৪টার দিকে বলেশ্বর নদের সুন্দরবন সংলগ্ন এলাকার একটি ডুবো চরে আটকে ট্রলারটি ডুবে যায়।

এ সময় নুর হোসেন নামের এক জেলে নিখোঁজ হয়। ট্রলার মালিক ওয়াসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নিখোঁজ নুর হোসেন পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার আব্দুল খালেকের ছেলে। ওই্য ট্রলারে ৫ জন ছিল বলে জানান তিনি।

ট্রলার মালিক ওয়াসিম জেলেদের বরাত দিয়ে বলেন, গভীর সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা চলমান থাকায় বলেশ্বর নদের মোহনা থেকে ফিরে আসার সময় সুন্দরবন সংলগ্ন এলাকার একটি ডুবো চরে তার ট্রলারটি আটকে পরে। দেখানে নদীর তুফান ও শ্রোতের কবলে পরে ট্রালারটি ডুবে গেলে এক জেলে নিখোঁজ হয়।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্বব হয়নি। এখন পর্যন্ত তাকে উদ্ধারের চেস্টা চলছে বলেও জানান তিনি।

বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এরকম একটি ঘটনার কথা শুনেছি। ট্রলার মালিকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো খবর আসেনি। তবে এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।  

কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কর্মকর্তার মুঠোফোনে কল করলে রিসিভ না করায় কোনো মন্তব্য নেওয়া সম্বব হয়নি।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।