ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেপ্তার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
রাজধানীতে জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেপ্তার ৮

ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজারের নূর জুয়েলার্সে জুমার নামাজের সময় শাটারের তালা কেটে চুরির ঘটনায় মূল আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৪ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, নতুন বাজারে নূর জুয়েলার্সে প্রকাশ্য দিবালোকে তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় মূল আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নগদ ১২ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৩

পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।