ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

গাজীপুর: বাংলানিউজ২৪.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন হয়েছে।

শনিবার (১৭ জুন) সকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, মাই টিভির প্রতিনিধি মাহবুবুল আলম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, যুগান্তরের প্রতিনিধি আব্দুল মালেক ও আজকের পত্রিকার প্রতিনিধি রাতুল মণ্ডল।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

এছাড়া জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে দায়িত্বজ্ঞানহীন ঐদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য প্রত্যাহারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাংবাদিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৪৪, জুন ১৭, ২০২৩

আরএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।