ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে মাথায় ইট পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
মাদারীপুরে মাথায় ইট পড়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরে একটি ভবনের ঢালাইয়ের ইট মাথায় পড়ে তানভীর হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার (১৭ জুন) সন্ধ্যার দিকে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত তানভীর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজিবুর হাওলাদারের ছেলে।  

জানা গেছে, থানতলী এলাকার মজিবুর হাওলাদারের বাড়ির একতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সম্প্রতি শেষ হয়। বিকেলে তার ছেলে তানভীর ঢালাইয়ের অস্থায়ী একটি কাঠামোর বাঁশ সরাতে গেলে ইটসহ ঢালাইয়ের অংশটি তার মাথার ওপরে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নতুন ভবনের ঢালাইয়ের বাঁশ সরাতে গিয়ে ঢালাইয়ের একটি অংশ পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।