ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়া প্রেসক্লাবের আহ্বায়ক আনোয়ার, সদস্য সচিব হাসান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
সাটুরিয়া প্রেসক্লাবের আহ্বায়ক আনোয়ার, সদস্য সচিব হাসান আনোয়ার হোসেন ও হাসান ফয়জী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবে আনোয়ার হোসেন আহ্বায়ক ও হাসান ফয়জীকে সদস্য সচিব করে কমিটি দেওয়া হয়েছে।  

শনিবার (২৪ জুন) দুপুরের দিকে উপজেলা হলরুমে এক সভায় এই কমিটির ঘোষণা দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার ছানু।

 

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- জাহাঙ্গীর আলম (সমকাল), সোহেল রানা খান (ইনকিলাব), এম নজরুল ইসলাম (ইত্তেফাক), মতিয়ার রহমান (মানবজমিন),লুৎফর রহমান (আজকের পত্রিকা), শহিদুল ইসলাম (যায়যায়দিন), অলক রায় (কালবেলা), মো. হোসেন জয় (ভোরের কাগজ), মইনুল ইসলাম (আমাদের সময়), আব্দুল সালাম শঠিক (নয়া দিগন্ত), আল-মামুন (স্বাধীন বাংলা), সাইফুল ইসলাম (নওরোজ), মোশাররফ হোসেন (দৈনিক নিউজ), আপেল মাহমুদ চৌধুরী (আমার সংবাদ), মজিবুর রহমান (জনতা), মোতালেব হোসেন (ভোরের ডাক), সিরাজুল ইসলাম (এসটিভি) এবং আব্দুল রশিদ।

সভায় সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- দৈনিক প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, ডিবিসির মানিকগঞ্জ প্রতিনিধি আশরাফ লিটন, আজকের পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি আর এস মঞ্জুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের মানিকগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল, মোহনা টিভির মানিকগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন রিপন, দীপ্ত টিভির মানিকগঞ্জ প্রতিনিধি জাহিদুল হক চন্দন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।