ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বুলেট গ্রুপের প্রধানসহ দুই ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
বুলেট গ্রুপের প্রধানসহ দুই ছিনতাইকারী আটক আটক বুলেট গ্যাংয়ের প্রধান হৃদয় ওরফে বুলেট

ঢাকা: ছিনতাইকারী চক্র বুলেট গ্যাংয়ের প্রধান হৃদয় ওরফে বুলেট হৃদয়সহ দুই জনকে আটক করেছে র‍্যাব-১০। তারা হলেন- বুলেট হৃদয় (২০) ও মো. রানা (৩৫)।

শনিবার (২৪ জুন) পৃথক দুই অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব বলছে, এ সময় তাদের কাছ থেকে ২টি ধারালো সুইচ গিয়ার জব্দ করা হয়।

রোববার (২৫ জুন) বিকেলে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, হৃদয় ওরফে বুলেট হৃদয় কুখ্যাত ছিনতাইকারী চক্র বুলেট গ্যাংয়ের প্রধান। তার নেতৃত্বে বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল চক্রের সদস্যরা।

আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এসজেএ/এমএজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।