গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাবের এক সদস্য এবং অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর ও একই সড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী নামক স্থানে সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন র্যাব সদস্য রবিউল মোমেন (২৪) ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. জাফর সরদার (৫৩)। নিহত মো. জাফর সরদার কাশিয়ানী উপজেলার ছোট খায়েরকান্দি গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে র্যাবের একটি গাড়িকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে ৪ র্যাব সদস্যসহ পাঁচজন আহত হন। আহতদের ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক র্যাব সদস্য রবিউল মোমেনকে মৃত ঘোষণা করেন।
আহত র্যাব সদস্য রাসেদ হাওলাদার, মিলন, র্যাবের কার্পেন্টার আবুল কালাম ও অটো ভ্যানযাত্রী আকমলকে সংকটাপন্ন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি র্যাব সদর দপ্তরকে জানানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী নামক স্থানে বেলা সাড়ে ১১টায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একটির চালক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাফর সরদার ও আরেক চালক শহিদ গুরুতর আহত হন।
জাফর সরদারকে সিএইচএম হাসপাতালে ভর্তি করা হলে তিনি বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান। আহত শহিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
আরএইচ