ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

মেহেরপুর: ঈদের কেনাকাটা শেষে বাড়ি যাওয়ার সময় মাটি বহনকারী অবৈধ যান লাটাহাম্বার (ইঞ্জিনচালিত সেলো) ধাক্কায় বৃদ্ধ আইয়ুব আলী (৮০) নিহত হয়েছেন।

সোমবার (২৬ জুন) বেলা ১টার সময় গাংনী-হাটােয়ালীয়া রাস্তার পূর্বমালশাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ূব আলীর বাড়ি গাংনী উপজেলার গোপালনগরে।

নিহতের ছেলে তোহিদুল ইসলাম জানান, গাংনী শহরে ঈদের কেনাকাটা করে বাবা ও আমি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। মালশাদহ নামক স্থানে পৌঁছলে একটি মাটি বহনকারী গাড়ি (ইঞ্জিনচালিত সেলো) ধাক্কা দিলে বাবা রাস্তায় ছিটকে পড়ে আহত হন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।  

গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের নিহত হওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাটিবহনকারী যানটিকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।