ঢাকা: রাজধানীর হাজারীবাগের মনেশ্বর লেনে সাইকেল চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে সাহাদাত হোসেন শান্তকে (১৭) হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাতে হাজারীবাগ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। এ সময় তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে সিয়াম নামের এক ছেলে হাজারীবাগের মনেশ্বর প্রথম গলির ৫ নম্বর বাসার নিচ তলায় বাইসাইকেল চুরির জন্য প্রবেশ করে। এসময় বাসার মালিক আজাদ নিচ তলায় সিসিটিভি ফুটেজে দেখতে পান একজন চোর বাসার ভেতরে প্রবেশ করে নিচতলায় থাকা বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি তখনই চোর চোর বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে সাহাদাত হোসেন শান্ত ও তার কয়েকজন বন্ধু মিলে চোরকে ধরার জন্য আজাদের বাসার দিকে যায়। তাদেরকে দেখে আসাদ চুরি করা বাইসাইকেল ফেলে দৌড়ে নতুন রাস্তা চাঁনপুর মসজিদের গলির মো. শুকুর আলীর বাসায় প্রবেশ করে। শান্ত ও তার বন্ধুরা সিয়ামকে ধাওয়া করতে করতে ওই বাসায় প্রবেশ করে।
তখন রাত সোয়া ১০টা বাসায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে শান্তকে ঝাপটে ধরে সিয়াম এবং ওই বাসায় আগে থেকে অবস্থান করা মো. শাকিল হোসেন। এরপর শুকুর আলী ধারালো ছুরি দিয়ে শান্তকে মারাত্মকভাবে আঘাত করলে মেঝেতে পড়ে যান। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করলে তাদেরকেও এলোপাতাড়ি মারধর শুরু করে দুর্বৃত্তরা। একপর্যায়ে শান্তর বন্ধুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে শান্তকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সকালে মারা যান তিনি।
এ ঘটনায় ভিকটিমের মা শান্তা ইসলাম (৫২) হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের চৌকস টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এজেডএস/এসএম