কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উলুবুনিয়া এলাকা থেকে ১ লাখ ১০ হাজার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ জুন) রাতে অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করে বিজিবি।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে ঢুকবে এমন খবরের ভিত্তিতে উখিয়ার পালংখালী বিওপির একটি আভিযানিক টহলদল টেকনাফের হোয়াইক্যং ইউপির উলুবুনিয়া মনিরের ঘের নামক স্থানে অবস্থান নেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে টহলদল কয়েকজন ইয়াবা পাচারকারীকে সীমান্ত থেকে হেঁটে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। তারা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এসবি/জেএইচ