ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেমাই খেয়ে শিশুসহ একই পরিবারের অসুস্থ ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
সেমাই খেয়ে শিশুসহ একই পরিবারের অসুস্থ ৮

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় সেমাই খেয়ে একই পরিবারের শিশুসহ আটজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

সেখানে অবস্থার অবনতি হলে এর মধ্য থেকে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

অসুস্থরা হলেন- শিশু আবরাহাম (৩), নুর নবী (৩) ও আনন্দ (১৩), আখি বেগম (৩০), নুর জাহান (৩২),  জাহানারা বেগম (৩০)। বাকি দুজনের নাম জানা যায়নি।

তারা সবাই চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা।

হাসপাতালে আসা অসুস্থদের স্বজনরা জানান, সকালে সবাই সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত সবাইকে হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. সুশান্ত সাহা বলেন, অসুস্থ তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।