ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বাবার সঙ্গে ফুচকা খেতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না রিফাতের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
বাবার সঙ্গে ফুচকা খেতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না রিফাতের

নীলফামারী: ঈদের দিনে বাবার সঙ্গে ঘুরতে বের হয়ে ইজিবাইকের চাপায় রিফাত আক্তার রুপা (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় সৈয়দপুর-পার্বতীপুর সড়কের কেশুরভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুপা সাইনবোর্ড মুন্সিপাড়ার বাসিন্দা ও চৌমহনীর ধান ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের মেয়ে। ঈদের দিনে এমন মৃত্যুর খবরে তাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের আনন্দ উপভোগ করতে বাবার সঙ্গে বাড়ি থেকে বের হয়ে সৈয়দপুরের চৌমহনী বাজারের দিকে ঘুরতে আসে রুপা। সেখানে ফুচকা খেয়ে বাড়ি ফেরার সময় ইজিবাইকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার বাবা রাস্তায় ছিটকে পড়েন। চোখের সামনেই আদরের মেয়ের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বাংলানিউজকে জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।