ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মালিবাগে ট্রেনের ধাক্কায় বাসের হেলপার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
মালিবাগে ট্রেনের ধাক্কায় বাসের হেলপার নিহত ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নজির আহমদ (৪০) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 নিহত ব্যক্তি সোহাগ পরিবহন বাসের চালকের হেলপার ছিলেন।  

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহাম্মদ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মালিবাগ রেলগেটের পূর্ব পাশে কমলাপুর থেকে ছেড়ে আসা কোনো একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে মর্গে পাঠানো হয়।

সোহাগ পরিবহনের মালিবাগ গ্যারেজের ফোরম্যান মো. সেলিম জানান, চট্টগ্রামের কোতোয়ালি থানার মাদবর বাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নজির। বর্তমানে সোহাগ পরিবহনের চালকের হেলপার হিসেবে কাজ করতেন এবং বাসের মধ্যেই থাকতেন। বুধবার বিকেলে গ্যারেজ থেকে বের হয়ে রেললাইনের পাশে চা পান করতে যান তিনি। কিছুক্ষণ পর তারা খবর পান, ট্রেনের ধাক্কায় মারা গেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।