ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৩ লাখ ৪৫ হাজার টাকার জালনোটসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
রাজধানীতে ৩ লাখ ৪৫ হাজার টাকার জালনোটসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকার জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- সুমন গাজী ও রিপন কাজী।

শনিবার (৮ জুলাই) রাতে ওয়ারী থানার নবাবপুর রোড এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যমানের ৬৯০টি ৫০০ টাকার জাল নোট ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, নবাবপুর রোডে চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহ হওয়ায় দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে জাল নোটগুলো উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।