ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার রাস্তা, কচুগাছ লাগিয়ে  প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার রাস্তা, কচুগাছ লাগিয়ে  প্রতিবাদ

ঝালকাঠি: একটু বৃষ্টি হলেই পানি জমে যায় ঝালকাঠি পৌর শহরের খানাখন্দে ভরা একটি রাস্তায়। ফলে কাদা-পানিতে একাকার রাস্তায় যাতায়াত করতে হিমশিম খেতে হয় স্থানীয় লোকজনকে।

 

কিন্তু তারপরও সংস্কার হচ্ছে না রাস্তাটি। তাই রাস্তার খানাখন্দে জমা কাদা-পানিতে  কচুগাছ লাগিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১২ জুলাই) সকাল ১১টায় শহরের টাউন মসজিদ সড়কের বাসিন্দারা মানববন্ধন ও কচুগাছ লাগিয়ে এ প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য দেন- মাহমুদ আলম সৈকত, আনিচুর রহমান, সুমন হাওলাদার ও রিফাত হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, ঝালকাঠি শহরের বান্ধাঘাট থেকে কাঠপট্টি ট্রলার ঘাট পর্যন্ত সড়কটি কয়েক বছর ধরে খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে। প্রায়ই স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে যাতায়াতের সময় পড়ে গিয়ে আহত হয়। কিন্তু এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।  

তারা বলেন, আজ এ সড়কে কচুগাছ লাগিয়ে আমরা এর প্রতিবাদ এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ