ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহী নারীর প্রাণ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
সাভারে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহী নারীর প্রাণ 

সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হয়ে শিউলি আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাশেদকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শিউলি আক্তার সাভারের বক্তারপুরের আনোয়ার হোসেনের মেয়ে। আহত মো. রাশেদ দিনাজপুরের মন্টু সরকারের ছেলে।  

পুলিশ জানায, রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলগামী লেনে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে পেছন থেকে অজ্ঞাত একটি পরিবহন ধাক্কা দিলে সড়কে পড়ে যায় শিউলি ও রাশেদ। এ সময় সেই অজ্ঞাত পরিবহনের পেছেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নারীর৷ এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে মোটরসাইকেল চালক৷ 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, মরদেহে উদ্ধার করে থানায় আনা হয়েছে৷ পরবর্তীতে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা থানায় আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এছাড়া সেই অজ্ঞাত পরিবহনটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।