সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে লেগুনার। এ সময় লেগুনার সামনের অংশ দুমড়েমুচড়ে ভেতরে আটকে পড়েন চালক।
শনিবার (১৫ জুলাই) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের কালিরঘাট এলাকায় শাখা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় উদ্ধার হওয়া লেগুনার চালক মো. কবিরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, সকালে কালিরঘাট এলাকায় খালি লেগুনা চালিয়ে যাচ্ছিলেন চালক কবির। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে সামনে থেকে ধাক্কা লাগে। এতে লেগুনার সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ভেতরে চালক কবির আটকা পড়েন। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি মুঠোফোনে বিষয়টি আমাদের জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভেতরে আটকে থাকা চালককে উদ্ধার করা হয়। পরে তাকে আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ১৫ জুলাই, ২০২৩
এসএফ/এসএম