ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় সড়কে নিরাপত্তা জোরদারে পুলিশের ট্রাফিক বক্স উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
নেত্রকোনায় সড়কে নিরাপত্তা জোরদারে পুলিশের ট্রাফিক বক্স উদ্বোধন

নেত্রকোনা: নেত্রকোনায় সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থা জোরদার করতে ট্রাফিক বক্স উদ্বোধন করা হয়েছে।  

রোববার (১৬ জুলাই)  দুপুরে নেত্রকোনা শহরের মগড়া নদীর মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জয়ের বাজারের সামনে এ ট্রাফিক বক্স উদ্ধোধন করেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ।

 

এসময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপিস্থিত ছিলেন।
 
সড়ক দুর্ঘটনায় নিহত কনস্টেবল শিপন মিয়ার নামে এ ট্রাফিক বক্সের নামকরণ করা হয়েছে। শহরের সড়কে শৃঙ্খলা রক্ষায় এ ট্রাফিক বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ডিআইজি দেবদাস।  

পরে তিনি পুলিশ লাইন্সে পুলিশ হাসপাতালে ফিজিও থেরাপি কর্নার উদ্বোধন করেন।  

এসময় ডিআইজি দেবদাস ভট্টাচার্য  বলেন, শুধুমাত্র আইন করে সড়ক দুর্ঘটনা বন্ধ করা যাবে না। এর জন্য সতর্ক হতে হবে সবাইকে। সড়ক দুর্ঘটনার মধ্যে বেশিরভাগই ঘটছে মোটরসাইকেলে। যে কারণে আমরা হেলমেট ব্যবহারের ওপর জোর দিচ্ছি। পাশাপাশি গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য মোটরসাইকেলআরোহীদের অবশ্যই হেলমেট পরে চলতে হবে। আর নির্দিষ্ট ট্রাফিক বক্সটি থাকলে সার্বক্ষণিক পুলিশ ডিউটি দিতে পারবে। এতে ডিউটি  করতেও পুলিশের কোনো সমস্যা হবে না, নিজেরাও বিশ্রাম নিতে পারবে।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।