ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জামালপুরে দ্বিতীয় স্ত্রীর করা মামলায় বাবুর জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
জামালপুরে দ্বিতীয় স্ত্রীর করা মামলায় বাবুর জামিন নামঞ্জুর

জামালপুর: জামালপুরে দ্বিতীয় স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান অভিযুক্ত বাবু ও তার সহযোগী রেজাউলের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানভীর আহম্মেদ এ আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী বলেন, বাবু চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান অভিযুক্ত বাবু ও তার সহযোগী রেজাউলকে। এরপর আসামি পক্ষের আইনজীবী আজ আদালতে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।

গত ১১ মে শারীরিক নির্যাতন, চুরি ও হুমকি দেওয়ার অভিযোগ এনে মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম ও বাবুর ভাই এস এম কবিরকে অভিযুক্ত করে বকশিগঞ্জ থানায় মামলা করেন বাবুর দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন। সেই মামলার প্রধান অভিযুক্ত বাবু ও রেজাউল করিম সাংবাদিক নাদিম হত্যা মামলার উল্লেখযোগ্য অভিযুক্ত।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এসএফ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।