ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
নাটোরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

নাটোর: নাটোরে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে মো. শফিকুল ইসলাম (২৫) নামে চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের হয়বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শফিকুল পাবনার সাথিয়া উপজেলার করমজর গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে বাঘাবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথেমধ্যে সদর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের হয়বতপুর এলাকায় পৌঁছালে ট্রাকাটর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক শফিকুল ইসলাম মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে কাজ চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।