ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে বিদেশি পিস্তলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
পাঁচবিবিতে বিদেশি পিস্তলসহ আটক ১

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার টিঅ্যান্ডটি পাড়া এলাকা থেকে বিদেশি পিস্তলসহ সুজন হোসেন (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শনিবার (২২ জুলাই) বিকেলে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) শাহেদ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটক অস্ত্র ব্যবসায়ী সুজন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যে বাসুদেবপুর স্টেশনপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশীদের ছেলে।  

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজান হোসেন জানান, বিকেলে পাঁচবিবির টিঅ্যান্ডটি পাড়া এলাকায় সুজন নামে এক যুবকের চলাফেরা সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করা হয়। এ সময় করে তার কাছে থাকা বিদেশি একটি পিস্তলসহ তাকে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুজন ভারতে থাকা বাপ্পী নামে এক বন্ধুর কাছ থেকে পিস্তলটি কিনে তার কাছে রেখে দিয়েছেন।

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।