ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে আগুনে ভস্মীভূত কৃষকের বসতবাড়ি!

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
ঈশ্বরদীতে আগুনে ভস্মীভূত কৃষকের বসতবাড়ি!

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে আগুনে এক কৃষকের বসতবাড়ি ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারের প্রায় সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২২ জুলাই) দিনগত রাত ১টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের মৃত মহির উদ্দিন প্রামাণিকের ছেলে কৃষক তাজমল প্রামাণিক বাড়িতে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী লক্ষীকুণ্ডা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড সদস্য জিয়াউল ইসলাম জিয়া বাংলানিউজকে জানান, শনিবার আনুমানিক ১টার দিকে হঠাৎ ঘরে আগুন লেগে যায়। এ সময ফ্রিজ, মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র সব কিছু পুড়ে যায়। ১১টি কক্ষে নগদ অর্থসহ প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি।

ক্ষতিগ্রস্ত কৃষক তাজমল প্রামাণিক জানান, গভীর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় আমরা ছুটোছুটি করতে থাকি। ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে আমার বাড়ির ১১টি ঘর, ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ, আসবাবপত্র একটি গোয়াল ঘরে থাকা গবাদিপশু, একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের ২৫ সদস্যকে নিয়ে খোলা আকাশের নীচে অবস্থান করছি।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অপু মন্ডল বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই বাড়ির ইটের দেয়াল ছাড়া সব কিছুই পুড়ে গেছে। কোনো কিছুই নেই। ধারণা করছি সব মিলিয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগী পরিবারের।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।