ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বন্ধুর কাছে মাফ চেয়ে ভবন থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
বন্ধুর কাছে মাফ চেয়ে ভবন থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’ প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শহরে মহিন বিল্লাহ (২৮) নামে এক যুবক ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (৩০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে শহরের পান বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

বর্তমানে মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে।

মহিন ঝালকাঠি জেলার বাসিন্দা হলেও খাগড়াছড়ির লিয়াকত ব্রাদার্সের কম্পিউটার অপারেটরের সহকারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রোববার রাতে পানবাজার পুকুর সংলগ্ন একটি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব সালাম তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান বলেন, আত্মহত্যার আগে মহিন তার এক বন্ধুর কাছে মাফ চায়। তারপর নির্মাণাধীন চারতলা ভবন থেকে লাফ দেয় বলে জেনেছি। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা আমরা খতিয়ে দেখছি।

আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।